images

অন্যান্য / মিডিয়া

ওয়াশিংটন পোস্টের সম্পাদক সালি বাজবির পদত্যাগ

সোমবার, ০৩ জুন ২০২৪ , ০৪:১১ পিএম

images

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সালি বাজবি। তিন বছর দায়িত্বে থাকার পর হঠাৎ পদত্যাগ করলেন তিনি। 

রোববার (২ জুন) ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস এ তথ্য নিশ্চিত করেছেন। খবর নিউইয়র্ক পোস্ট।

চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন লুইস। এর কয়েক মাস পর বাজবির হঠাৎ পদত্যাগের খবরটি এলো যা পত্রিকাটির জন্য একটি বড় ধাক্কা।

২০২১ সাল থেকে ওয়াশিংটন পোস্টের সঙ্গে জড়িত ছিলেন সালি বাজবি। করোনা মহামারির সময় বার্তাকক্ষে নেতৃত্ব দেন।  জলবায়ু ও মানবকল্যাণে দারুণ পেশাদারিত্ব দেখান তিনি।

সালি বাজবির নেতৃত্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি জাতীয় রিপোর্টিংয়ের জন্য সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাকর পুলিৎজার প্রাইজ পেয়েছে মার্কিন শীর্ষস্থানীয় গণমাধ্যমটি।

ওয়াশিংটন পোস্টের আগে, ২০১৭ সালের শুরু থেকে অ্যাসোসিয়েটেড প্রেস এপির নির্বাহী সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাজবি।