images

অন্যান্য / শিক্ষা

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান এহসানুল কবির

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৬:৩৭ পিএম

images

ড. খন্দকার এহসানুল কবিরকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে গত ১৮ ডিসেম্বর ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল। এখন তার স্থলাভিষিক্ত হলেন এহসানুল কবির।

প্রসঙ্গত, ড. খন্দোকার এহসানুল কবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।

আরটিভি/আইএম-টি