images

অন্যান্য / শিল্প-সাহিত্য

শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮ , ০৬:৫৩ পিএম

images

চতুর্থবারের মতো শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিল্প প্রদর্শনী অনুষ্ঠান ঢাকা আর্ট সামিট। শিল্প এবং স্থাপত্যকে নতুন আঙ্গিকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সামদানী আর্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই প্রদর্শনী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই সামিট চলবে আগামি ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

২ ফেব্রুয়ারি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডিরেক্টর জেনারেল লিয়াকত আলী লাকী।

উল্লেখ্য, ঢাকা আর্ট সামিট একটি আন্তর্জাতিক, অবাণিজ্যিক, দক্ষিণ এশিয় আর্ট এবং আর্কিটেকচার সম্বন্ধীয় গবেষণাধর্মী এবং প্রদর্শনীধর্মী প্ল্যাটফর্ম।

সামিটে এবার প্রথমবারের মত সম্পৃক্ত হতে যাচ্ছে ইরান ও তুরস্ক।

এসব প্রদর্শনীতে অংশ নেবেন ৩৫টি দেশের ৩০০ এর বেশি শিল্পী।

দক্ষিণ এশিয়ার কিছুটা অজানা এবং একইসঙ্গে সমৃদ্ধ ও সম্ভাবনাময় শিল্পকলার উন্নয়নকে সামনে রেখে সামিটে ১২০ জনেরও বেশি বক্তার অংশগ্রহণে থাকবে মোট ১৬টি প্যানেল আলোচনা এবং ২টি সিম্পোজিয়াম।

প্রতিশ্রুতিশীল শিল্পীদের জন্য সামদানী আর্ট অ্যাওয়ার্ড এবং সামদানী সেমিনার প্রোগ্রামের আয়োজন থাকবে।

এসআর