images

অন্যান্য / স্বাস্থ্য / রোগব্যাধি

তোফায়েল আহমেদ হাসপাতালে

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬ , ০২:০৯ পিএম

images

আওয়ামী লীগের প্রবীণ নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে ডাক্তারের পরামর্শে সেখানে ভর্তি হন।

মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব (পিএস) সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

সাইফুল ইসলাম জানান, সোমবার তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তার অসুখ গুরুতর নয়।
তিনি গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এমএস আরেফিনের তত্ত্বাবধানে আছেন।

এদিকে মঙ্গলবার বিকেলে স্কয়ার হাসপাতালের পরিচালক নাজিম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, বাণিজ্যমন্ত্রী আমাদের এখানে ভর্তি আছেন। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না।

আরএইচ/ এইচটি/ এমকে