images

অন্যান্য / ধর্ম

সৌদি আরবে ২১ আগস্ট ঈদ উল আজহা

শনিবার, ১১ আগস্ট ২০১৮ , ১১:৫৮ পিএম

images

আজ সৌদি আরবের আকাশে আরবি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটির সুপ্রিম কোর্ট আগামীকাল রোববার আরবি জিলহজ মাসের প্রথম দিন বলে ঘোষণা করেছেন।

শনিবার দেশটির সুপ্রিম কোর্টের সভাপতি ঘিহাব বিন মোহাম্মদ আল-ঘিহাব এই ঘোষণা দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

ইসলাম ধর্মের নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল-আজহা উদযাপিত হয়। সেই হিসাবে আগামী ২১ আগস্ট দেশটিতে ঈদ-উল আজহা উদযাপিত হবে।

হজরত ইবরাহিম (আ.) এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করে থাকেন। পশু কুরবানির কারণে এই ঈদ সাধারণ মানুষের কাছে কুরবানির ঈদ বলেই পরিচিত।

এদিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)–কে কুরবানি করতে উদ্যত হন। কিন্তু আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে ইসমাইল (আ.)–এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়।

কে/পি