images

অন্যান্য / জনদুর্ভোগ

ডিসিসি পাকা মার্কেট খুলছে শুক্রবার

বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ , ০৪:১০ পিএম

আসছে শুক্রবার (৬ জানুয়ারি)  গুলশানের ডিসিসি পাকা মার্কেট খুলে দেয় হবে। জানালেন ডিসিসি পাকা মার্কেটের সভাপতি এস এম তালাল রেজবী।

তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার পরিচ্ছন্নতার কাজ চলবে। শুক্রবার মার্কেট খুলে দেয়া হবে।

গেলো সোমবার রাত ২টায় গুলশানের ডিসিসি কাঁচা মার্কেটে আগুন লাগে। এর ১৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে মার্কেটের ধসে পড়া অংশ সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। সোমবারের আগুনে প্রায় আড়াইশ’র বেশি দোকান পুরোপুরি পুড়ে গেছে। বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এইচটি/ জেএইচ