images

প্রবাস / অন্যান্য

এজেন্সির অবহেলায় মানবেতর জীবনযাপন করছেন ৪১৬ হাজি

শনিবার, ২৪ আগস্ট ২০১৯ , ০৭:১১ এএম

images

অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতারিত হচ্ছেন বাংলাদেশি হাজিরা। এ বছর বাংলাদেশ থেকে মা আম্বিয়া ও এম তাইব্যা ট্যুরস এন্ড ট্রাভেলসের মাধ্যমে হজ পালনে আসা ৪১৬ জন হাজি এজেন্সির অসহযোগিতায় এবং অবহেলায় সৌদি আরবের মক্কায় মানবেতর জীবনযাপন করে আসছে।

সেখানে প্রতিদিন  খাওয়ার পানির সমস্যাসহ নিম্ন মানের খাবার দেয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী বাংলাদেশি হাজিরা। তবে মক্কা বাংলাদেশ হজ মিশনের তথ্যমতে, এখন পর্যন্ত ৫৬ টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

প্রতিবছর বাংলাদেশ থেকে হাজিরা হজ পালনে আসার আগে হজযাত্রীদের ভিসা বুকিং দেয়ার সময় এজেন্সির মালিকরা কাবা ঘরের কাছে রাখার সু-ব্যবস্থা, হাজিদের জন্য গাইডসহ মানসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিলেও মক্কায় পৌঁছার পর দেখা যায় ভিন্ন চিত্র।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজি ২৪ হাজার ৭৩৫ জন। সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৬৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৯টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি।

ডি/