সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ , ১০:১০ এএম
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় প্রধান আসামি শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুসহ আট আসামিকে শাহজাদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে নেয়া হয়েছে।
রিমান্ডের শুনানির জন্য আদালতের নির্দেশে সোমবার মেয়র মিরু ও তার ভাইসহ বাকিদের আদালতে পাঠানো হয় বলে জানান, সিরাজগঞ্জের জেল সুপার মো. আল মামুন।
গেলো ২ ফেব্রুয়ারি মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। এরপর পুলিশ মিরুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেপ্তার করেছ পুলিশ।
এসএস