বুধবার, ২৯ এপ্রিল ২০২০ , ০৮:৩৩ এএম
করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর আগে জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনাভাইরাসের উপসর্গ দেখা গিয়েছিল। করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
দৈনিক সময়ের আলোর একাধিক প্রতিবেদক ও হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
রিজেন্ট হাসপাতালের পরিচালক মোহাম্মদ শাহেদ বলেন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন হুমায়ুন কবির খোকন। রাত পৌনে ১০টায় মারা যান তিনি। তার মধ্যে করোনার কিছু উপসর্গ ছিল। সে কারণে পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগেই তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।
হুমায়ুন কবির খোকন দৈনিক আজকের কাগজ, দৈনিক মাতৃভূমি, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ দৈনিক সময়ের আলোতে কাজ করেন প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হিসেবে। সদা হাস্যোজ্জল ও বিনয়ী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি।
তার সহকর্মী ও পারিবারিক সূ্ত্রে জানা গেছে, তার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসাবো তালতলা কবরস্থানে আইইডিসিআর’র তত্ত্বাবধানে আজ তাকে দাফন করা হবে।
পি