images

রাজনীতি

রাজধানীতে বিএনপির বিক্ষোভ, জলকামান-পুলিশ মোতায়েন (ভিডিও)

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৩৩ এএম

images

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। 

আজ শনিবার (১৩ ফেব্রয়ারি) সকাল ১০টার আগে শুরু হয় বিএনপির প্রতিবাদ। ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগর পর্যায়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন :

নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে।

এই সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ।

এসএস