সোমবার, ০৩ অক্টোবর ২০২২ , ০৯:১৫ পিএম
‘বিরোধীদের আন্দোলনের রূপও নেই, রেখাও নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিরোধীরা আন্দোলনের রূপরেখা তৈরি করছে। কবে হচ্ছে, কী হচ্ছে, তা কেউ জানে না। তাদের রূপও নেই, রেখাও নেই।
সেতুমন্ত্রী বলেন, দেশে ৩২ থেকে ৩৪ হাজার পূজামণ্ডপ। পূজামণ্ডপে বিরোধী দলকে পাবেন না। তারা উৎসুক হয়ে থাকে, কখন গতবারের মতো একটি খারাপ খবর আসবে এবং তারা লাঠিসোঁটা নিয়ে বের হবে।
কাদের বলেন, নির্বাচন সামনে রেখে একটি অশুভচক্র চক্রান্তে লিপ্ত। দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাতে চায়। তাই সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী সরকারের অবদানে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। ক্ষমতাসীন সরকারের ১৩ বছরের শাসনামলে মাত্র একবার কুমিল্লা, সিলেটের মতো কয়েকটি স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অন্যদিকে ১২টি পূজাই শান্তিপূর্ণভাবে হয়েছে।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জগন্নাথ হল ছাত্রলীগ সভাপতি কাজল দাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।