images

রাজনীতি

বিএনপির আন্দোলন গণতন্ত্র ফিরিয়ে আনার : দুদু

সোমবার, ২৮ নভেম্বর ২০২২ , ০২:৪৮ পিএম

images

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চলমান আন্দোলন গণতন্ত্র ফিরিয়ে আনার। তাই এ আন্দোলনে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। 

সোমবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। 

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়। এ আন্দোলন দেশের জনগণের মুক্তির আন্দোলন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে, সেখান থেকে উদ্ধারের আন্দোলন।

তিনি বলেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাস। সরকারকে এ মাসেই পরাজিত করে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হ‌বে।

অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি কে এম ওয়া‌জেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব‌্য রা‌খেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ ও তাঁতী দলের যুগ্ম মহাসচিব কাজী মনির প্রমুখ।