শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ , ০৮:২৯ এএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার মধ্যরাতে আটক করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলগমীরের স্ত্রী।
সাংবাদিকদের তিনি বলেন, ডিবির চারজনের একটি দল বাসায় প্রবেশ করেছিল। বাকিরা নিচে ছিল। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জানতে চেয়েছিলাম ওনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। ওরা বলেছে, দুই-তিনটা মামলা হয়েছে। তাই ‘ওপরের নির্দেশে’ তাকে নিয়ে যাওয়া হচ্ছে।
রাহাত আরা বেগম বলেন, আমার স্বামী রাতেই বাসায় ফিরেছিলেন। তার শরীরও বেশ খারাপ ছিল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ঢুকে সাড়ে ৩টার মধ্যে তাকে নিয়ে যায়। আটকের সময় আমাদের বাসার সামনের রাস্তার বাতি নিভিয়ে ফেলা হয়েছিল।
মির্জা ফখরুলের স্ত্রী বলেন, চার থেকে পাঁচটি গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই এলাকায় পুলিশের টহল ছিল। পরে রাত ৩টার দিকে তারা দরজা খুলতে বলে। এ সময় প্রহরীরা খুলতে চাচ্ছিল না। তখন তাদেরকে চড়-থাপ্পড় মারা হয়।