images

রাজনীতি

১৬ বছর পর বিএনপি কার্যালয়ে যাচ্ছেন কর্নেল অলি

সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ , ১১:৪৩ পিএম

images

বিএনপি ত্যাগ করার ১৬ বছর পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন স্থায়ী কমিটির সাবেক সদস্য কর্নেল (অব.) অলি আহমদ।

সোমবার (১২ ডিসেম্বর) লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টায় এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। এ সময় তার সঙ্গে এলডিপির সিনিয়র নেতারাও থাকবেন।

মূলত পুলিশি অভিযানের পর বিএনপির কার্যালয়ের বর্তমান অবস্থা কেমন রয়েছে, সেটিই পরিদর্শন করতে যাচ্ছেন কর্নেল (অব.) অলি আহমদ। ২০১৪ সালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০ দলীয় জোটের এক সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতিতে অলি আহমেদ সেখানে গেলেও দলীয় কার্যালয়ে প্রবেশ করেননি।

এর আগে, বিএনপি অফিসে পুলিশি অভিযানের সমালোচনা করে বিবৃতিতে দেন অলি আহমদ।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি কার্যালয়ে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আমি বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।