রোববার, ২৯ অক্টোবর ২০২৩ , ০৪:৪৩ এএম
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ আক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম।
তিনি বলেন, পুরোনো একটি মামলায় তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানাহাজতে রাখা হয়েছে।
তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।