শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৯:১১ পিএম
যতই ষড়যন্ত্র হোক নিপীড়িত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে বিগত ১৬টি বছর নানান নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। আমার নামে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবুও আমি রাজপথ ছাড়িনি।
আবদুল হালিম মোল্লা বলেন, যতই ষড়যন্ত্র হোক দেশ ও দশের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করে রাজপথে থেকে গাজীপুর মহা নগরীর নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থাকব।
এ সময় মিথ্যা তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।