images

রাজনীতি / অন্যান্য

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ০৫:৪০ পিএম

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। 

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা গত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বাংলাদেশের মানুষের পালস বুঝতে না পারলে ভারতকে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 

এ সময় বাংলাদেশে পণ্য রপ্তানি নিয়ে ভারতের উগ্রবাদীরা যেসব বক্তব্য দিচ্ছে তার তীব্র বিরোধিতা করে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তারা। 

এ ছাড়া ভারত তাদের মনোভাব না বদলালে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন বিক্ষোভকারীরা।

আরটিভি/আরএ/এআর