images

রাজনীতি

রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসা মানুষদের

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৩৪ পিএম

images

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেছেন। তাদের প্রত্যাশা, নতুন এ রাজনৈতিক দলের হাত ধরে দেশের রাজনীতিতে পরিবর্তন আসবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। যা এখনও চলমান।

সরেজমিনে দেখা গেছে, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। এর মধ্যে রাজধানী ছাড়াও বিভিন্ন জেলার মানুষ রয়েছেন।

কথা হয় তাদেরই একজন খাইরুল ইসলামের সঙ্গে। চট্টগ্রাম থেকে আসা এই ব্যক্তি বলেন, এই অনুষ্ঠানে অংশ নিতে গতকাল রাতে চট্টগ্রাম থেকে এসেছি। বলতে পারেন ইতিহাসের সাক্ষী হতে এসেছি। 

তিনি আরও বলেন, যাদের নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তাদের নেতৃত্বে এবার নতুন বাংলাদেশ গড়ব।

রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনিও এসেছেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। তার সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে সেই একইধারার রাজনীতি চলছে। আমরা এটা দেখতে দেখতে বিরক্ত। 

সাইফুল ইসলাম আরও বলেন, চাঁদাবাজি-লুটপাট-মারামারি এগুলো আমরা আর চাই না। 

প্রত্যাশা রেখে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে, নতুনভাবে দেশ গঠনে পদক্ষেপ নেবে, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে— এটাই আশা করছি।

একইসুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদের মুখেও। তিনি বলেন, বৈষম্যহীন ও ব্যতিক্রমধর্মী একটা রাজনৈতিক দল যেন গঠন হয়। বিশ্ববিদ্যালয় থেকে মাদরাসা কিংবা চাকরিজীবী থেকে দিনমজুর— সব পর্যায়ের মানুষ যেন এতে অন্তর্ভুক্ত হতে পারে। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটা দেশ গঠনে তারা যেন নেতৃত্ব দিতে পারে— এটাই প্রত্যাশা। এর বাইরে বেশি কিছু চাওয়ার নেই।

জানা গেছে, আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।  

আরটিভি/আইএম