শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০৮:৪০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের অপপ্রচারের বিরুদ্ধে দেশের আলেমদের সোচ্চার থাকতে হবে। না হলে সব অর্জন বিফলে যাবে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আয়োজনে ‘জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ধর্মের নামে ইসলামপরিপন্থি কাজের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ না হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মূখ্য সংগঠক বলেন, বিদেশে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সেটির বিরুদ্ধে আমাদের সংগ্রাম যেন চলমান থাকে।
আরটিভি/আইএম/এআর