images

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ১১:১৯ এএম

images

জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন। এবার দলটি তাদের নতুন কর্মসূচি দিয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দলটির কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল এবং ১১ মার্চ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করা হবে।

এ ছাড়া শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।

সমাবেশে উপস্থিত থাকবেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা প্রমুখ।

Posted by Facebook on Date:

 

আরটিভি/আইএম/এস