images

রাজনীতি

জামায়াতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া: আব্দুল্লাহ তাহের

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ০৩:৩০ পিএম

images

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন এ আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

তাহের বলেন, ‘বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া।’

আরও পড়ুন
salahuddin

গণপরিষদ বাদ দিয়ে শক্তিশালী সংসদ বিনির্মাণের আহ্বান সালাহউদ্দিনের

সাক্ষাৎকালে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। 

এসময় জামায়াত আমিরকে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন রাষ্ট্রদূত।

আরটিভি/এসএইচএম