images

রাজনীতি

দুটি ভুয়া সংগঠন শনাক্ত করল বিএনপি

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০২:২৫ পিএম

images

‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ ও ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে দুটি ভুয়া সংগঠন শনাক্ত করে বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি। 

সোমবার (২৪ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত।

ভুয়া সংগঠনটি আগামী ২৫ মার্চ রাজধানীর শ্যামলীর প্রিন্স কিচেনে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনটির সকল ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। 

ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

987451

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি ২৫ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে। 

অবৈধ ও ভুয়া সংগঠনটির সকল ধরণের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সাথে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আরএ/এআর