images

রাজনীতি / সোশ্যাল মিডিয়া

প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না: শিবির সভাপতি

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০২:২৪ এএম

images

৩৬ জুলাইকে বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না। 

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে নিজ ভেরিফাইড ফেইসবুক পেইজে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না। শহীদ গাজীদের প্রতি আমাদের দায় আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন। 
 
ইসলামী ছাত্রশিবির সভাপতি বলেন, সকলের মনে রাখা দরকার- প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না। মহান আল্লাহ আমাদের সহায়। হাসবুনাল্লাহ। 

আরটিভি/কেএইচ