images

রাজনীতি

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে: কাদের

শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ , ০৪:১৯ পিএম

images

নববর্ষের প্রেরণা ও শক্তি নিয়ে আগামী নির্বাচনে অশুভ ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে।

বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

শনিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে মহানগর আওয়ামী লীগ আয়োজিত নববর্ষের শোভাযাত্রা পূর্ব সমাবেশে কাদের এই আহ্বান জানান।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করি। আমরা নব নব বিজয়ে মুকুটিত হই। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে… আজকে তরুণ সমাজ যেভাবে বৈশাখী চেতনায় জেগে উঠছে আমাদের বিশ্বাস এই… হাতিয়ার হবে আগামীদিনের সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার।’

আজ সারাদেশে বাংলা নববর্ষ উদযাপন চলছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। রমনার বটমূলে ছায়ানট ভোর থেকে সংগীত পরিবেশন করেছে। সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে।

এসজে/পি