মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ , ০৩:০৮ পিএম
Failed to load the video
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে দুপুর দেড়টার দিকে হঠাৎ করে হাইকোর্টের সামনে সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভ করেন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। বিএনপি নেতাকর্মীদের কারণে এসময় সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে দেয়া বক্তৃতায় বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানায়।
এমকে