images

রাজনীতি

বিএনপির পুনঃনির্বাচনের দাবি মামাবাড়ির আবদার : কাদের

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ , ০১:৪২ পিএম

images

বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকার দুই সিটি নির্বাচনে কোনও কারচুপি-জালিয়াতি হয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপিও জানে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের কোনও অভিযোগ নেই বলেও জানান তিনি।  

সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন কৃতিত্ব পাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসজে