images

প্রবাস

বাহরাইনে ভবন ধসে বাংলাদেশির মৃত্যু, দূতাবাসের শোক

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১১ পিএম

images

বাহরাইনের আরাদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে একটি বহুতল ভবন ধসে শ্যামল চন্দ্র শীল (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশি এবং আলী আবদুল্লা আলী আল হামিদ নামে এক বাহরাইন নাগরিকের নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ভয়াবহ এ বিস্ফোরণে ভবনটির একটি বড় অংশ ধসে পড়। এতে অনেকে আটকা পড়ে যান। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, নিহত শ্যামল চন্দ্র শীলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন বা সহায়-সম্বল হারিয়েছেন, তাদেরও সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী এবং পাসপোর্ট সংক্রান্ত জরুরি সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আরটিভি/আরএ