images

প্রবাস / বাংলাদেশ

ঈদে ভারত গিয়ে হাসিনার হাতে মোরগ-পোলাও খেলেন জয়

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৬:১৬ পিএম

images

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেখানে মায়ের হাতে রান্না করা মোরগ-পোলাও খেয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে শুক্রবার (৬ জুন) রাতে আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়।

এইসময় এক প্রতিবেদনে জানায়, মায়ের হাতের মোরগ-পোলাও খেতে ভালোবাসেন জয়। তাই ঈদের দিন (৭ জুন) সকালেই রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রান্না মোরগ-পোলাও। সঙ্গে ছিল মাছ, সবজি ও ডাল।

আরও পড়ুন
Web-Image

১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

অন্যদিকে হিন্দুস্তান টাইমস জানায়, ঈদুল আজহার আগে ভারতে আসেন জয়। মূলত হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে সেখানে যান তিনি। তবে, ভারতের সরকারি কর্মকর্তারা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

একটি সূত্র সংবাদমাধ্যটিকে জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না। এছাড়া তার ভ্রমণসূচিও এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অক্টোবর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউজে থাকছেন। হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

আরটিভি/আরএ