images

অন্যান্য / সোশ্যাল মিডিয়া / মিডিয়া

আরটিভির নকল ফটোকার্ডে রুমিন ফারহানার নামে অপপ্রচার 

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:০২ পিএম

images

আরটিভির নকল ফটোকার্ড ব্যবহার করে বিএনপি নেত্রী রুমিন ফারহানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রিউমর স্ক্যানার বাংলাদেশ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তথ্যমতে, চলতি বছরের ২১ এপ্রিল আরটিভির ফেসবুক পেজে ‘বুবলীর ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল’ শীর্ষক একটি ফটোকার্ড শেয়ার করা হয়। কিন্তু ফটোকার্ডটি এডিট করে আরটিভির লোগো ব্যবহার করে ‘এমপি, রুমিনের ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল (ভিডিও)’ নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়।

রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানায়, রুমিন ফারহানার ভিডিও ভাইরালের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড এবং ভিডিও ভাইরালের দাবিটিও মিথ্যা। প্রকৃতপক্ষে আরটিভির একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আরেক গণমাধ্যম প্রথম আলোর লোগো ব্যবহার করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ফটোকার্ডটি প্রথম আলোরও নয়। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের আদলে বিশেষ করে আরটিভির ফটোকার্ড তৈরি করে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আরটিভি কর্তৃপক্ষ পাঠকদের গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে।