images

সোশ্যাল মিডিয়া

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর, যা বললেন উপদেষ্টা আসিফ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৫৮ পিএম

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, খুনি হাসিনার বাংলাদেশবিরোধী ও গণঅভ্যুত্থানবিরোধী বক্তব্য যে গণক্ষোভের জন্ম দিয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নম্বরে।

তিনি আরও লিখেছেন, সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? 

সবশেষে তিনি লিখেছেন, ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।

Capture

এর আগে, আজ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এক বিবৃতি প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়। 

সেখা বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে।

আরটিভি/আইএম