images

অন্যান্য / ফিচার / বিশেষ প্রতিবেদন

টাক মাথার পুরুষদের আকর্ষণীয় করতে যা বলছে গবেষণা!

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১২:১৩ পিএম

Failed to load the video

‘টাক নিয়ে নয় আর ভাবনা। এক সপ্তাহের মধ্যেই ঢেকে যাবে মাথা, গজাবে নতুন চুল। প্রেমিকা আর যাবে না চলে, আপনাকে রাখবে আকড়ে ধরে।’ এ ধরনের বিজ্ঞাপনের দিন যেন শেষ হতে চলেছে! সময় এসেছে এসব মেডিসিনওয়ালাদের ব্যাগপ্যাক করার। ভাবছেন, কি সব বলছে আবোলতাবোল!

বলা হয় টাক মাথা মানেই সৌন্দর্যের অভাব! এমন ধারণাই কিছু অসাধু চক্রের সুযোগ করে দিচ্ছে মেডিসিন বিক্রির নামে ছলনা করার। তবে এখন থেকে বদলে যাবে সেই ধারণা। টাকওয়ালা পুরুষের বান্ধবী কিংবা বউ ও যাবে না তাকে ছেড়ে। আধুনিক গবেষণায় উঠে এসেছে, টাক মাথার লোকেরা শুধু সফলই নন, তারা অনেক বেশি আকর্ষণীয় এবং শক্তিশালীও! তাই আর টাক ঢাকতে আর দুশ্চিন্তা নয়, বরং টাকওয়ালারা চাইলে গর্বের সঙ্গে নিজেকে তুলে ধরতে পারে। গবেষণার তথ্য শুনলে টাক মাথার লোকেরা আর একটু আনন্দিত হতেই পারেন। আসুন, শুনে নিই এর পেছনের কারণগুলো। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে টাক মাথার পুরুষরা অন্যদের থেকে বেশি জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে বেশকিছু বৈজ্ঞানিক ভিত্তি। কারণগুলো কিন্তু বেশ মজার। প্রথমত, জেসন স্ট্যাথাম, জেফ বেজোস বা ব্রুস উইলিসের মতো ব্যক্তিত্বরা শুধু সফল নয়, তাদের টাক মাথা তাদের বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। স্ট্যাথাম আর উইলিস হলিউডের সুপারস্টার, আর বেজোস বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। তাদের সাফল্যের সাথে টাক মাথার একটি অদ্ভুত যোগসূত্র রয়েছে তারা দেখিয়েছেন, চুলের অভাব কোনোভাবেই তাদের আকর্ষণ বা পৌরুষকে কমিয়ে দেয়নি।

আকর্ষণীয়তা ছাড়াও, টাক মাথার পুরুষদের সাধারণত অনেক বেশি প্রভাবশালী এবং শক্তিশালী মনে করা হয়। ইউনিভার্সিটি অব পেনিসিলভানিয়ার বিজ্ঞানী আলবার্টই ম্যানস পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, টাক মাথার পুরুষদের ছবি দেখানো হলে অংশগ্রহণকারীরা তাদেরকে বড় এবং কর্তৃত্বশালী মনে করেন। এমনকি তাদেরকে অন্যান্যদের তুলনায় বেশি শক্তিশালীও ভাবা হয়।

আবার, টাক মাথার পুরুষদের বুদ্ধিমত্তার ক্ষেত্রেও একধাপ এগিয়ে রাখা হয়। ইউনিভার্সিটি অব সারল্যান্ডের মনোবিজ্ঞানী রোনাল্ড হেনস বিশাল এক গবেষণায় দেখিয়েছেন যে, টাক মাথার পুরুষরা বেশি বুদ্ধিমান ও জ্ঞানী মনে হন। এই গবেষণায় প্রায় বিশ হাজারেরও বেশি বিষয় বিশ্লেষণ করা হয়েছে, আর ফলাফল বলছে, সম্পূর্ণ টাক মাথার পুরুষদের অন্যদের তুলনায় বেশি আকর্ষণীয় মনে করেন অনেকে।

তবে, হালকা টাক থাকা পুরুষদের ক্ষেত্রে এমন আকর্ষণ তৈরি হয় না। পুরোপুরি টাক থাকলে বরং তাদের প্রতি আকর্ষণ অনেক বেশি হয়। তাহলে, টাক মাথার পুরুষদের আর লুকানোর দরকার নেই! প্রিয় মানুষটির চুল পড়ে গেলে বা টাক হলে তাকে অস্বস্তিতে ফেলার কোনো কারণ নেই। বরং তাকে বলতে পারেন, বিশ্বজুড়েই টাক মাথার লোকেদের দেখা যায়, অন্যদের তুলনায় তারা অধিক মেধাবীও বটে। টাক এখন সৌন্দর্যের বিষয়, সাফল্যের প্রতীক, তাই নয় কি?

আরটিভি/এফআই