মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ০১:৫৩ পিএম
Failed to load the video
চলতে-ফিরতে, বিশেষ করে জেন জি’র মুখে আজকাল সবচেয়ে বেশি শোনা যায় একটি শব্দ— ‘মামা’। রিকশাওয়ালা, গাড়িচালক, দোকানদার, হোটেলবয়, ফুসকাওয়ালা, বন্ধু-বান্ধব সবাই যেন অবলীলায় একে অপরের ‘মামা’। এ ডাকে বয়স, পেশা, সম্পর্ক কিছুতেই যেন নেই কোনো বাধা। এই শব্দটি যেন হয়ে উঠেছে এক নতুন সংস্কৃতি।
কিন্তু কেন ও কীভাবে এই ‘মামা’ ডাক এত জনপ্রিয় হয়ে ওঠে?
যেখানে মায়ের ভাইকে মামা বলে ডাকতে অভ্যস্ত হওয়ার কথা। সেখানে রাজধানীতে এই সম্পর্কটি যেন এখন একে অপরকে ডাকার মাধ্যম হয়ে গেছে। এখন সত্যিই কেউ মায়ের ভাইকে মামা ডাকলেও অনেকেই ভাববেন এ তার আসল মামা নয়। মামা-ভাগ্নের সম্পর্ক সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং হাসি-মজার। তাই বলে বন্ধুকেও মামা ডাকতে হবে, এ কেমন কথা! কেন সবাই একে অপরকে ‘মামা’ বলে ডাকছে? এটা কি দুষ্টুমি, নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ লুকিয়ে আছে?
অনেকেই বলছেন, ‘মামা’ শব্দের মাধ্যমে সম্পর্ককে হালকা ও মজার করতে চাইছেন। কিছু মানুষ এই শব্দটি ঠাট্টার ছলে ব্যবহার করেন। আবার অনেকের মতে, ‘মামা’ ডাকের মাধ্যমে একজন অপরকে সহজভাবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। বন্ধু তার বন্ধুকে বলছে ‘মামা’, আবার সেই বন্ধুর মাকে ‘আন্টি’ আর বাবাকে ‘আঙ্কেল’ ডাকছে।
তবে মজার ব্যাপার হলো, এই ‘মামা’ ডাকের ব্যাপকতা এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। রিকশা চালকদের আগে প্যডেলার ডাকা হলেও এখন ডাকা হয় মামা।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ‘মামা’ ডাকেন এমন একটা অযৌক্তিক প্রচলন তৈরি করছে? সমাজের বিভিন্ন ক্ষেত্রে যৌক্তিক সম্বোধন হিসেবে ‘ভাই’ ডাক প্রচলিত। এটি ধর্ম-স্বীকৃত এবং সামাজিক দিক থেকেও গ্রহণযোগ্য। কিন্তু ‘মামা’ ডাকের মধ্যে সেই শালীনতা বা শ্রদ্ধাবোধ কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিছু মানুষ মামা ডাকে ঠাট্টার ছলে, আবার কেউ সম্পর্ককে হালকা করার জন্য। যদিও অফিসের বস বা মুরব্বিদের ক্ষেত্রে কেউ সাধারণত ‘মামা’ ডাকেন না, তারপরও কেন সাধারণ মানুষদের ক্ষেত্রে এটির প্রচলন বাড়ছে? জানাতে পারেন আপনার মতামত।
আরটিভি/এফআই-টি