images

বিশেষ প্রতিবেদন

চালের বাজার চড়া, বেড়েছে মশলার দামও

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ১১:২৫ এএম

Failed to load the video

আবারও বেড়েছে চালের দাম। এক মাসের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি চালের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এ ছাড়া পেঁয়াজ-কাঁচামরিচ কিংবা আদা-রসুনের মতো পণ্য আগের দামে পাওয়া গেলেও আগুন ঝরছে এলাচী ও অন্যান্য মশলাজাত পণ্যে।

রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, গত এক মাসে মিনিকেট ৭০ থেকে বেড়ে ৮৫ টাকা, আটাশ ৫৫ থেকে বেড়ে ৬৫ এবং পাইজাম বিক্রি হচ্ছে ৫০ থেকে বেড়ে ৬০ টাকায়।

আরও পড়ুন
Web-Image

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতিকেজি এলাচ বিক্রি হচ্চে ৩ হাজার থেকে বেড়ে ৫ হাজার ২০০ টাকা। তবে, সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনও।

এদিকে, শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, করলাসহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এ ছাড়া মাছ ও মাংসের দাম গেল কয়েক সপ্তাহের তুলায় স্থিতিশীল।

আরও পড়ুন
image-305793-1735013626_20250216_181938140

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

ক্রেতারা বলছেন, ডাল-চিনিসহ যেসব পণ্যের দাম কমেছে তা আরও সহনীয় পর্যায়ে আসা উচিত। অন্যদিকে বাজার সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। 

আরটিভি/আরএ/এস