মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ , ১২:০৯ পিএম
কোচ ক্লদিও রানিয়েরিকে বরখাস্ত করার পরের ম্যাচেই ইংলিশ প্রিমিয়ার লিগে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নিলো লেস্টার সিটি। দলের পক্ষে জোড়া গোল করেন জেমি ভার্ডি।
২৫ ম্যাচ শেষে অবদমন অঞ্চলে থাকায় গেলো মৌসুমে শিরোপা এনে দেয়া লেস্টার রূপকথার নায়ক ক্লদিও রানিয়েরিকে বরখাস্ত করে দায়িত্ব দেয়া হয় অখ্যাত ক্রেগ শেক্সপিয়ারকে। নতুন গুরুর দীক্ষায় কিং পাওয়ার স্টেডিয়ামে খেলার শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে ‘দি ফক্সেস’রা। ফল হিসেবে ২৮ মিনিটে জেমি ভার্ডির গোলে লিড পায় লেস্টার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানি ড্রিঙ্কওয়াটার। আর ৬০ মিনিটে ৩-০ করেন ভার্ডি। ৬৮ মিনিটে সান্ত্বনাসূচক এক গোল শোধ দেন ফিলিপে কুটিনহো।
এ জয়ে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে লেস্টার। আর হারে পাঁচে নেমে গেছে লিভারপুল।
ডিএইচ