images

খেলা / ক্রিকেট

‘আমি করোনা আক্রান্ত নই, গুজব ছড়ানো হয়েছে’

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ , ০২:৫৮ পিএম

images

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, মার্চ থেকে করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি ক্রিকেটের ব্রায়ান লারা। তাই দীর্ঘদিন আইসোলেশনে রয়েছেন তিনি। যদিও করোনা রিপোর্ট নেগেটিভ বা পজিটিভ নিয়ে এতদিন মুখ বন্ধ ছিল ক্রিকেটের ইতিহাসের অন্যতম এই সেরা ব্যাটসম্যানের। 

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সাবেক অধিনায়ককে নিয়ে সংবাদ প্রকাশ করে বলা হয়, তিনি করোনায় আক্রান্ত। এমন সংবাদ ছড়িয়ে পড়তেই এবার মুখ খুললেন লারা। 

জানালেন, তিনি করোনাভাইরাস আক্রান্ত নন। তাকে নিয়ে মিথ্যা রটানো হয়েছে।

প্রিন্স অব ত্রিনিদাদ খ্যাত এই তারকা ইনস্টাগ্রামে বলেন, ‘গুঞ্জন রটেছে আমি করোনায় আক্রান্ত। সবার কাছে স্পষ্ট করে দিতে চাই আমি করোনা আক্রান্ত নেই। আমাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে।’  

মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে অপর পোস্টে জানিয়েছেন, তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। 

তার সম্পর্কে কোনও মিথ্যা তথ্য বিশ্বাস না করতে ভক্তদের কাছে  অনুরোধ করেছেন টেস্টে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান করা লারা।

১৯৯০ সালে অভিষেক হয় লারার। ২০০৭ সালের পর্যন্ত ১৩১ টেস্টে মোট ১১ হাজার ৯৫৩ এবং ওয়ানেডেতে ১০ হাজার ৪০৫ রান করেছেন তিনি।

২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেন আইসিসির হল অব ফেমের এই সদস্য।

ওয়াই