শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ , ০৩:২৫ পিএম
টেস্ট শুরুর আগে ২ দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৯১ রান তুলে খেলা শেষ করে টাইগাররা। দ্বিতীয় দিন লঙ্কানদের ব্যাটিংয়ের আহ্বান জানান অধিনায়ক মুশফিকুর রহিম। প্রতিপক্ষের শিবিরে এদিন প্রথমেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। তৃতীয় আঘাতটি হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সবশেষ আঘাতটি অর্থাৎ চতুর্থ আঘাতটিও হানলেন সেই তাসকিনই।
শুরুতেই মাত্র ৩ রান করা লঙ্কান ওপেনার আভিশকা ফার্নান্দোকে বোল্ড করেন তাসকিন আহমেদ। এরপর ব্যাট করতে নামা ইরোশ সামারাসোরিয়াকে কোনো রানই করতে দেননি তাসকিন। সামারাসোরিয়াকে মুশফিকের তালুবন্দি করান টাইগার পেসার।
এরপর লঙ্কানদের অপর ওপেনার রন চন্দ্রগুপ্থাকে ব্যাট করছিলেন ঠাণ্ডা মাথায়। তবে দলীয় ২৯ রানের মাথায় তাকে আউট করেন মুস্তাফিজ। মাঠ ছাড়ার আগে ৪২ বল খেলে তিনি ২০ রান করতে পারেন।
শ্রীলঙ্কান দলের ১১০ রানের মাথায় ফের আঘাত হানেন তাসকিন। এবার ৩৮ রান করা রোশেন সিলভাকে তিনি লিটন দাসের তালুবন্দি করান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৬১ রান সংগ্রহ করতে পেরেছে। বাংলাদেশের চেয়ে ২৩০ রান পিছিয়ে আছে তারা।
কে/জেএইচ