images

খেলা / ফুটবল

কোম্যানের অধীনে প্রথম ম্যাচেই মেসিদের জয়

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ০৯:৫৮ এএম

images

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু বার্সেলোনার। নতুন কোচ রোনাল্দ কোম্যানের অধীনে প্রথম ম্যাচে জিমন্যাসটিকের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। 

মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই ম্যাচে খেলেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। 

শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক বার্সাকে ৫ মিনিটে লিড এনে দেন উসমানে ডেমবেলে। ১৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আঁতোয়া গ্রিজমান। 

খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে গোলে করে ব্যবধান কমান হাভিয়ের বোনিলা। তবে লাভ হয়নি। ৫১ মিনিটে বার্সার পক্ষে আরও এক গোল করেন ফিলিপে কুতিনহো। 

বাকী সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ওয়াই