বুধবার, ০৮ মার্চ ২০১৭ , ০১:০১ পিএম
নিজের ইনিংসের পঞ্চম ছক্কাটি মেরেই ডাবল সেঞ্চুরির স্বাদ নিতে চেয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু টাইগারদের সহ-অধিনায়ক তামিম ইকবালের চমৎকার ক্যাচে পারলেন না তিনি। দলের স্কোর যখন ৩৯৮ ঠিক তখনি মেহেদি হাসান মিরাজ এনে দিলেন এ ব্রেকথ্রু। ২৮৫ বলে ১৯৪ করে প্যাভিলিয়নে ফিরলেন কুশল মেন্ডিস।
মিরাজের হাতে এবার শর্ট থার্ডম্যান মাহমুদল্লাহর তালু বন্দি হলেন নিরোশান দিকওয়েলা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকা নিরোশান ৭৬ বলে করেছেন ৭৫ রান। তিনি আউট হবার সময় লঙ্কানদের স্কোর ছিলো ছয় উইকেটে ৪৩২।
গল টেস্টে প্রথম দিনে লাঞ্চে যাওয়ার আগ পর্যন্ত ক্রিজে আছেন ৩০ রান করা দিলরুয়ার পেরারা ও ১ রান করা অধিনায়ক রঙ্গনা হেরাথ। এসময় দলীয় রান ছিল ৬ উইকেটে ৪৪৩।
এর আগে প্রথম দিনেই ‘শূন্য’ রানে জীবন পাওয়া কুশল মেন্ডিসের সঙ্গে চতুর্থ উইকেটে আসিলা গুনারাত্ন ১৯৬ রানের জুটি গড়েন। মেন্ডিসের ১৬৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা।
মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামেন লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। প্রথম দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ২৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৬১ রান তোলে লঙ্কানরা। ষষ্ঠ ওভারে উপুল থারাঙ্গাকে (৪) আউট করে প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার শুভাশিস। পরের বলেই লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন কুশল মেন্ডিস। কিন্তু রিভিউতে পায়ের নো বল ধরা পড়ায় আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেন আম্পায়ার।
মেন্ডিসকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেন ওপেনার করুনারাত্নে। ২৩তম ওভারে দু’জনের ৪৫ রানের পার্টনারশিপ ভাঙ্গেন মিরাজ। দিনেশ চান্দিমালকে ফেরায় মোস্তাফিজুর রহমান। ৪০তম ওভারে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন চান্দিমাল। তবে এক প্রান্ত আগলে রাখেন মেন্ডিস। গুনারাত্নের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন। তবে তৃতীয় সেশনের শেষদিকে ৮৩তম ওভারে গুনরাত্নের (৮৫) বোল্ড করেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), অসিলা গুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।
ওয়াই/এসএস