বুধবার, ০৮ মার্চ ২০১৭ , ০২:৪৫ পিএম
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৪ রানের পাহাড় গড়ে অল আউট হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
বুধবার দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ডাবল সেঞ্চুরি করতে ব্যর্থ হন কুশল মেন্ডিস। শূন্য রানে জীবন পাওয়া মেন্ডিস আউট হন ১৯৪ রানে।
আগের দিনের ৪ উইকেটে ৩২১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। দু’অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও ডিকওয়েলা স্বাচ্ছন্দ্য ব্যাট চালিয়ে ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। ডিকওয়ালা তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট অর্ধশতক।
ফিফটি পূরণ করতে ৫২ বলে ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান ডিকওয়েলা। অপর ব্যাটসম্যান কুশল মেন্ডিস ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তামিম ইকবালের অসাধারণ ক্যাচের শিকার হন। মেহেদী মিরাজের বলে তিনি বিদায় নেন ১৯৬ রানে। এরপর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৭৫ রানে আউট হন ডিকওয়েলা।
লাঞ্চের পড় কিছুটা ওয়ানডে স্টাইলে খেলতে থাকে লঙ্কান ব্যাটসম্যানরা। পরে মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক রঙ্গনা হেরাথ।
এসময় অর্ধশতক তুলে নেয় দিলরুয়ান পেরারা। মিরাজের বলে এলবিডব্লিউ ফাঁদে পড়ে ফেরেন তিনি।
মিরাজের ৪ উইকেট ছাড়া বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, শুভাষিশ ও সাকিব।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশিস রায়।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), অসিলা গুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।
ওয়াই/এসএস