রোববার, ১২ মার্চ ২০১৭ , ১০:০৭ এএম
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
এদিকে সেমিফাইনালে মিশরকে ৫-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে মালয়েশিয়া এবং ওমানকে ৫-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে চীন।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে মিলন ৩টি ও ২টি করে গোল করেন চয়ন, জিমি এবং আরশাদ।
ফাইনালে সোমবার শাক্তিশালী চীনের বিপক্ষে লড়বে মালয়েশিয়া।
ওয়াই/ডিএইচ