images

খেলা / ফুটবল

চ্যাম্পিয়নস লিগে নামার আগে দলের ১১জনই করোনা আক্রান্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০ , ০৮:৫৩ এএম

images

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে করোনার বড় ধাক্কা আয়াক্স শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দলটির ১১ ফুটবলার।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ইউরোপ সেরা লিগের ম্যাচ খেলতে মাঠে নামবে ডাচ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ ডেনমার্কের চ্যাম্পিয়ন দল মিতউইলান।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নামার আগে ১৭ সদস্যের দল নিয়ে ডেনমার্কে যেতে হলো নেদারল্যান্ডসের ক্লাবটিকে। 

আক্রান্ত খেলোয়াড়দের নাম গোপন রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। 

তবে আক্রান্তদের তলিকায় দলের অধিনায়ক, দুই গোলরক্ষক ও দুই জন মিডফিল্ডার রয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো সংবাদ মাধ্যম। 

ওয়াই