images

খেলা / ক্রিকেট

শততম টেস্টে অন্যরকম কীর্তি টাইগারদের

বুধবার, ১৫ মার্চ ২০১৭ , ১১:৪৮ এএম

images

নিজেদের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে ওভালে শ্রীলংকার বিরুদ্ধে লড়ছে টাইগাররা। এরই মধ্যে গড়েছে অন্যরকম কীর্তি। টসে হেরে ফিল্ডিং করতে নামেন মুশফিক-সাকিবরা।

বোলিং শুরু করে টানা ৩ ওভারে রানের খাতা খোলার সুযোগ দেয়নি স্বাগতিকদের। বাংলাদেশের টেস্ট ইতিহাসের ১৭ বছরে এমন শুরু আগে কখনও হয়নি।

বাংলাদেশের বোলিং আক্রমণে থাকা কাটার মুস্তাফিজ আর শুভাশিষ চেপে ধরেছেন লঙ্কানদের। তাই প্রথম ৩ ওভারে রান নেয়ার কোনো ঝুঁকিই নেননি স্বাগতিক ব্যাটসম্যানরা।

গলের প্রথম টেস্টের মতো ওভালে দ্বিতীয় টেস্টেও টস হেরেছে বাংলাদেশের।  কলম্বোতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি। প্রথমে ব্যাটিং সহায়ক পিচ থাকবে বলেই এমন সিদ্ধান্ত নেন রঙ্গনা হেরাথ। তবে সেক্ষেত্রে সফল হননি তিনি। টাইগারদের দু’পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধুঁকছে লঙ্কানদের ব্যাটিং লাইন।

বাংলাদেশের মত শ্রীলঙ্কান দলেও রয়েছে ১ টি পরিবর্তন। বাদ পড়েছেন লাহিরু কুমারা। তার জায়গায় রয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। বাংলাদেশ দলে এসেছে ৪ পরিবর্তন। দলে ফিরেছেন ইমরুল, সাব্বির ও কামরুল। আর টেস্ট অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেনের।

এইচটি/এফএস