রোববার, ১৯ মার্চ ২০১৭ , ০৯:৪৯ এএম
অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো রিয়াল মাদ্রিদ।
সান ম্যামেস ব্যারিয়াতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় লস-ব্লাঙ্কোসরা। খেলার ২৫ মিনিটে রোনালদোর পাস থেকে রিয়ালকে লিড এনে দেন করিম বেনজিমা। ৬৫ মিনিটে বিলবাওকে সমতায় ফেরান আরিজ আদুরিজ। এর ৩ মিনিট পরই রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। এ জয়ে ২৭ ম্যাচ শেষে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৫ পয়েন্ট এগিয়ে গেলো জিনেদিন জিদানের দল।
এদিকে ব্যবধান কমানোর লক্ষ্যে রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে খেলাটি শুরু হবে রাত পৌনে ২টায়। সবশেষ ম্যাচে দুর্বল দেপোর্তিভো লা করুনার কাছে হারায় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ব্ল-গ্রানাদের।
অন্যদিকে, মৌসুমটা ভালো যাচ্ছে না ভ্যালেন্সিয়ারও। পয়েন্ট টেবিলে অবস্থান ১৪তম। তার আগে তৃতীয় স্থান দখলের লড়াইতে রাত সোয়া ৯টায় সেভিয়ার মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ডিএইচ