মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ , ০৩:০১ পিএম
মাউন্ট এভারেস্ট জয়ের জালিয়াতি ঠেকাতে জিপিএস ডিভাইস ব্যবহার চালু করবে নেপাল। আসছে স্প্রিং ক্লিবিং মৌসুম থেকে এটি কার্যকর করা হবে। জানিয়েছে কতৃপক্ষ।
নিউইউর্ক পোস্ট জানায়, এপ্রিল ও মে মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের জন্য হাজারো আরোহী নেপালে জড়ো হবেন। এদের মধ্য থেকে বাছাই করে প্রাথমিকভাবে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করা হবে।
নেপাল টুরিজম বিভাগের প্রধান দুর্গা দত্ত ধাগাল বলেন, ডিভাইসটির দাম ৩শ’ ডলার (প্রায় ২৪ হাজার টাকা)। আরোহীদের উদ্ধার ও জালিয়াতি ঠেকাতে আমরা এটি ব্যবহার শুরু করবো।
গেলো বছর মে মাসে ভারতের পুলিশ দম্পতি ছবি দেখিয়ে নেপাল কতৃপক্ষ থেকে এভারেস্ট জয়ের সার্টিফিকেট নিয়ে যায়। সন্দেহ হলে তদন্তের পর তাদের জালিয়াতি প্রমাণিত হবার পর ১০ বছরের জন্য নেপালে পর্বত আহোরণ থেকে নিষিদ্ধ করা হয় তাদের।
ওয়াই/এমকে