বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০৫:০৮ পিএম
বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের ৩৫৫ রানের দেয়া বড় টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ৩২ ওভার পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০৬ রান।
সাব্বির রহমান ৭২, সৌম্য সরকার ৪৭, মুশফিক ২০ ও কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরছেন ইমরুল কায়েস। শততম টেস্টে না থাকলেও ওয়ানডে দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। মোসাদ্দেককে নিয়ে ক্রিজে আছেন তিনি।
বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৪ রান করে প্রেসিডেন্ট একাদশ।
বাংলাদেশের হয়ে মাশরাফি, তাসকিন আহমেদ, সুনজানামুল ইসলাম, আবুল হোসেন রাজু ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।
এ ম্যাচে বিশ্রামে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়। যদিও কোচ হাথুরুসিংহের পরিকল্পনা ছিলো ম্যাচটিতে সবাইকে ব্যাটিং প্র্যাকটিস করানো হবে।
ওয়াই/জেএইচ