বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১০:৩১ এএম
আবারও ঘরের মাঠে হোঁচট খেলো বার্সেলোনা। মঙ্গলবার ন্যু ক্যাম্পে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি।
বেশিরভাগ সময় বল দখলে রাখলেও আক্রমণভাগের দুর্বলতা লিওনেল মেসির অনুপস্থিতি টের পাইয়ে দিলো।
ম্যাচের পঞ্চম মিনিটেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টি পায় কাতালানরা। মার্টিন ব্র্যার্থওয়েট শট নিলেও তা জালে পৌঁছাতে ব্যর্থ হন।
প্রথমার্ধের ২৫ মিনিটে ড্যানিশ ফরোয়ার্ড ব্র্যার্থওয়েট গোল দিলেও অফ সাইডে তা ভেস্তে যায়।
বিরতির থেকে ফিরে সুযোগ কাজে লাগিয়ে ৫৭ মিনিটে এগিয়ে যায় এইবার। অন্যদিকে বদলি হিসেবে নেমে ৬৭ মিনিটে বার্সাকে সমতায় ফেরান উসমান ডেম্বেলে।
বাকি সময় আর গোল না হওয়ায় বার্সেলোনার মাঠ থেকে প্রথমবারের মতো পয়েন্ট নিয়ে ফিরলো এইবার। আর ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা। যা গ্যালারি থেকে বসে দেখতে হলো পায়ের ইনজুরির কারণে বিশ্রামে থাকা মেসিকে।
ওয়াই