মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ , ১১:০৮ পিএম
সহকারি রেফারির সঙ্গে বাজে আচরণ করায় ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জার্সিতে গুরুত্বপূর্ণ সময়ে খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা সবশেষ ম্যাচ খেলেছে চিলির বিপক্ষে। ওই ম্যাচ শেষে সহকারি রেফারিকে অপমান করায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে মেসিকে। বলিভিয়ার বিপক্ষে লা পাজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিফা ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছেন খরবটি।
এই নিষেধাজ্ঞায় মেসি আর্জেন্টিনার হয়ে মঙ্গলবার দিবাগত রাতের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও মিস করবেন উরুগুয়ে (৩১ আগস্ট), ভেনিজুয়েলা (সেপ্টেম্বর ৫) ও পেরুর (অক্টোবর ৫) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও।
এপি/ডিএইচ