images

খেলা / ক্রিকেট

'চাপ নেয়ার কিছু নেই'

শনিবার, ০১ এপ্রিল ২০১৭ , ১০:৫৫ পিএম

চাপ নেয়ার কিছু নেই। ওয়ানডে সিরিজ এখানে শেষ। এরপর আমাদের আয়ারল্যান্ডে খেলা। এই সিরিজটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। আমার মনে হয় অতিরিক্ত গরম ছিল। এছাড়া এখানে যে ভুলগুলো করেছি ঠিকঠাক করে পরের ম্যাচটা খেলা উচিত। বললেন টাইগার বাহিনীর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার শ্রীলঙ্কার কাছে ৭০ রানে হারের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, শুধু আমি হতাশ নই, আমার পুরো দলই হতাশ। এখানেই শেষ নয়, খেলা সামনে আরো আছে। সামনে আয়ারল্যান্ডে যাব ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মূল জিনিস হচ্ছে, যে কারণে হারলাম, এ হারের কারণ বের করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। খারাপ-ভালো যেতেই পারে। এমন নজির আছে, প্রথম ১০ ওভার খারাপ করেও ওই দলই জিতেছে। সেই সুযোগ আমরা তৈরিও করেছিলাম। প্রথম ১০ ওভার খারাপ হবার পর বোলিং ইউনিট হিসেবে ঘুরে দাঁড়িয়েছি। 

টাইগার দলপতি বলেন, প্রথম দুই ম্যাচে দেখেন, সেখানে প্রথম ১০ ওভারে খুব ভালো বোলিং করেও পুরো ম্যাচে নিয়ন্ত্রণ করতে পারিনি। যেটা এখানে করতে পেরেছি। এরকম সব সময় হবে না, এটা একটা শিক্ষার জায়গা হতে পারে, যে এখান থেকেও ঘুরে দাঁড়ানো যায়। ৩ উইকেট হারানোর পরও সাকিব-সৌম্য যেভাবে ব্যাটিং করেছে আমি মনে করি এটা ইতিবাচক ছিল। 

তিনি আরো বলেন, হয়তো এই পরিস্থিতি অনুযায়ী যা দরকার ছিল তা হয়নি। আমি মনে করি, এইখান থেকে ওরা কিভাবে বড় ইনিংস খেলা যায় সেটা শিখবে। মিরাজ প্রথম ৫০ রান করল। ওর নিজের ক্যারিয়ার আর বাংলাদেশের জন্য খুব ভালো হবে এটা। ৮ নম্বরে নেমে যদি কেউ ৫০ করতে পারে সেটা ওয়ানডেতে দলের জন্য অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়।’

আসলে চাপ নেওয়ার কিছু নেই। ওয়ানডে সিরিজ এখানে শেষ। এরপর আমাদের আয়ারল্যান্ডে খেলা। এই সিরিজটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। আমার মনে হয় অতিরিক্ত গরম ছিল। এছাড়া এখানে যে ভুলগুলো করেছি ঠিকঠাক করে পরের ম্যাচটা খেলা উচিত।

এসজে