images

খেলা / ক্রিকেট

যতদিন ফিট ততদিন ওয়ানডেতে মাশরাফি: পাপন

বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ , ১২:৪৮ পিএম

যতদিন ফিট থাকবেন তত দিন ওয়ানডে ক্রিকেট খেলবেন মাশরাফি বিন মর্তুজা। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার কলম্বোতে সাংবাদিকদের কাছে তিনি বলেন, মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক দলের জন্য অপরিহার্য।

এ সময় তিনি বলেন, মাশরাফি দল থেকে বাদ পড়ার কোন কারণ নেই। যতদিন ফিট থাকবে ততদিন মাশরাফি ওয়ানডে ক্রিকেট খেলবে।

মঙ্গলবার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরুর প্রায় আধাঘণ্টা আগে টাইগার বাহিনীর কাপ্তান মাশরাফি নিজ ফেসবুকে অবসর নিয়ে একটি স্ট্যাটাস দেন।

এতে তিনি বলেন ‘আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়।’

ম্যাচের আগে টসের সময় তিনি তার এ সিদ্ধান্ত জানিয়ে দেন মাঠের মাঝখানে থাকা ধারাভাষ্যকার ডিন জোনসকে। এসময় তিনি বলেন, এটিই আমার শেষ টি-টোয়েন্টি সিরিজ।

ম্যাচটি স্বাগতিকরা জিতে নেয় ৬ উইকেটে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে আরো বিস্তারিত কথা বলেন ম্যাশ।

এ সময় তিনি বলেন, সত্যি কথা বলতে আমি বাংলাদেশের জন্য খেলছি। একটা ম্যাচ জিতলে সেটা বাংলাদেশের জয় হবে। সেখানে মাশরাফির চেয়ে দেশ অনেক বড়। আমার কাছে মনে হয়, এই ম্যাচ হেরেছি মানে বাংলাদেশ হেরেছে, এর চেয়ে বড় কিছু আর নেই।

ওয়াই/এসএস