images

খেলা / অন্যান্য

অভিনেত্রীকে আপত্তিকর মন্তব্য করায় কপাল পুড়ল অলিম্পিক কর্মকর্তার

শুক্রবার, ১৯ মার্চ ২০২১ , ০১:১৬ পিএম

images

জাপানি কৌতুক অভিনেত্রী নাওমি ওয়াতানাবের (৩৩) শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পদ হারালেন টোকিও অলিম্পিক কমিটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিরোশি সাসাকি। জাপানের বিনোদন জগতে ওয়াতানাবে একজন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

অনলাইন চ্যাটে ওয়াতানাবের প্রতি বাজে মন্তব্য করেন সাসাকি।

সাসাকি লিখেছিলেন, ওয়াতানাব মোটা মেয়েটি শুকরের কান লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। অলিম্পিক কে অলিম্পিগ বলে লিখেছিলেন তিনি।

তীব্র সমালোচনা শুরু হওয়ার আগেই নিজের পদ থেকে সরে যান টোকিও অলিম্পিক কমিটির ক্রিয়েটিভ ডিরেক্টর।

পদত্যাগের পর এক বিবৃতিতে সাসাকি জানান, আমার স্পর্শকাতর মন্তব্যটি নাওমি কাছে অবশ্যই অপমানজনক লেগেছে। আমি এসব নিয়ে অনুতপ্ত এবং জাপানি সকল জনগনের কাছে ক্ষমা চাইছি।

এর আগে গত ফেব্রুয়ারিতে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সমালোচনার মুখে পদত্যাগ করেন অলিম্পিক কমিটির প্রধান মোরি ইয়োশিরো।

এমআই